নিজস্ব প্রতিবেদক///ফিলিস্তিনের গাঁজায় দখলদার ইজরাইলী বাহিনীর নৃশংস বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে ভুজপুর থানা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
অদ্য ৭ এপ্রিল/২৫ বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুজপুর থানা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় দখলদার ইজরাইলী বাহিনীর নৃশংস বর্বর গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ভুজপুর থানার সামনে থেকে কাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের নীচে গিয়ে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুজপুর থানা শাখার সম্মানিত আমীর জননেতা জনাব অধ্যাপক জাহাঙ্গীর আলম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব আবু তাহের, কর্মপরিষদ সদস্য মাওলানা মুহরম আলী, মাস্টার আবদুর রহিম। ভুজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোস্তফা আমিন মানিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভুজপুর থানা শিবিরের সেক্রেটারী হাফেজ ইমাম হোসেন, ভুজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নুরী, নারায়ণহাট ইউনিয়ন আমীর মাওলানা আবু আজম, ভুজপুর ইউনিয়ন আমীর মাওলানা হাশেম উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভুজপুর থানা সাধারণ সম্পাদক জনাব এবিএম ছিদ্দিক, দাঁতমারা ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আবদুচ ছামাদ, হারুয়ালছড়ি ইউনিয়ন সেক্রেটারী অধ্যাপক হামিদ উল্লাহ সুহেল।
বক্তারা বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আঃ) এর স্মৃতি বিজড়িত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে দখল করার জন্য ইহুদীরা যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে নির্বিচারে গাঁজায় মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাই। বক্তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দ ও জাতি সংঘের প্রতি আহবান জানান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নেতা নিয়াহুর বিচার দারী করেন।