নিজস্ব প্রতিবেদক // খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ -মার্চ) বাদে আছর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে উক্ত মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মী এডভোকেট মো. ইব্রাহীম এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো. আমানউল্লাহ আমান।
বক্তারা বলেন দেশে সৎ নেতৃত্বের অভাবে লুটপাট, গুম-খুন ও দুর্নীতি অব্যাহত রয়েছে।
দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বর্তমানে জামাআত ক্ষমতায় আসা বিশেষ প্রয়োজন মনে করেন, একমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করছে এবং ভবিষ্যতে তা চলমান থাকবে।
তাছাড়া আরও বলেন জামাআত একটি ইসলাম দল, দেশে ইসলামী আইন ও রাষ্ট্র গঠনের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সকলকে জামায়াতে ইসলামীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।