1. live@aponsangbad.online : আপন সংবাদ : আপন সংবাদ
  2. info@www.aponsangbad.online : আপন সংবাদ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি-আপন সংবাদ। দখলদার ইজরাইলী বাহিনী গাঁজাবাসীদের নৃশংস বর্বর গণহত্যার প্রতিবাদে ভূজপুর থানা জামায়াতের বিক্ষোভ মিছিল-আপন সংবাদ। আপন সংবাদের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সর্বস্তরের সকলকে ঈদ শুভেচ্ছা- আপন সংবাদ খাগড়াছড়িতে আনসার-ভিডিপি সদস্যের মাঝে মহাপরিচালক’র ঈদ উপহার বিতরণ। আল্লামা নিজামী শাহ (রঃ)১১১তম বেলাদত বার্ষিকী মোবারক হোক-আবছার তৈয়বী। মানিকছড়িতে জামায়াত ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -আপন সংবাদ। মানিকছড়িতে বদরী কাফেলা যুব সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ-আপন সংবাদ। রামগড়ে দেশীয় তৈরী ৩০লিটার মদসহ রাজীব গ্রেফতার -আপন সংবাদ জিয়ার সাথে যেদিন আমার শেষ দেখা ওয়াদুদ ভূইয়া-আপন সংবাদ শান্তিরহাট বাজারে আগুনে পুড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান-আপন সংবাদ

আল্লামা নিজামী শাহ (রঃ)১১১তম বেলাদত বার্ষিকী মোবারক হোক-আবছার তৈয়বী।

কাউছার হামিদ রুকন, প্রকাশক ও সম্পাদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সম্পাদক ও প্রকাশক আপন সংবাদ/// উস্তাজুল উলামা আল্লামা নিজামী শাহ (ম.)
আহলে বায়তপন্থী সুন্নী রাহবার’র ১১১তম বেলাদত বার্ষিকী মোবারক হোক- আবছার তৈয়বী। আজ ২৭মার্চ২০২৫ বৃহস্পতিবার বাংলাদেশের সবচেয়ে বর্ষীয়ান সুন্নী আলেমে দীন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দেসীন, রাষ্ট্রীয় একুশে পদকে সম্মানিত দেশবরেণ্য মণীষী, তাফসীরে মাশাহিদুল ঈমান ও তাফহীমুল বুখারীসহ বহু গ্রন্থ প্রণেতা, পীরে কামিল, আলেমকুল শিরোমণি, মুহিব্বে আহলে বায়তে আতহার (আ.), হেদায়াতের রোশনাই চেরাগ, বাতিলের আতঙ্ক, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ (ম.জি.আ)’র ১১১তম বেলাদত বার্ষিকী। এ উপলক্ষে তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম ও আন্তরিক মোবারকবাদ জানাই। জানাই- অগণিত অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা।
তিনি একাধারে প্রতিথযশা আলেম, দক্ষ হাফেজ এবং সুললিত কণ্ঠের ক্বারী। আবার হেকিম এবং রেজিস্ট্রার্ড হোমিও ডাক্তার। আবার লেখক ও গবেষক। আবার পীরে কামিল ও সুললিত কণ্ঠের বক্তা। একের ভেতর পাঁচ নয়, দশ নয়; বরং অনেক। কেচ্ছা-কাহিনী নয়; বরং কোরআন ও হাদীসের অথেনটিক দলিল ভিত্তির তাঁর বয়ানগুলো সাধারণ জনমনে এতোটাই প্রভাব ফেলে যে, যারা একবার তাঁর বয়ান শুনেছে, তারাই তাঁর ভক্তে পরিণত হয়েছে।
আলেম মানে তিনি যেন-তেন আলেম নন, বলতে পারেন জাহাঁবাজ আলেম। উলূম ও ফুনূনে দক্ষ এক আলেম গড়ার কারিগর। তাঁর ইলমি সালাহিয়্যত কতটুকু- তা মাত্র একটি ঘটনাতেই উপলব্ধি করা যায়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রথম ও প্রধান মুহাদ্দিস পদে ইন্টারভিউ এর তারিখে সারা দেশের নামকরা সব মুহাদ্দিস ইন্টারভিউ দেয়ার জন্য জড়ো হয়েছেন। কিন্তু যেইমাত্র শুনলেন যে, ইমামে আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক আলকাদেরী প্রকাশ ইমাম শেরেবাংলা ইন্টারভিউ নেবেন, অমনি ইন্টারভিউ দিতে আসা সকল মুহাদ্দিস উধাও হয়ে যন। কিন্তু আল্লামা নিজামী শাহ ইন্টারভিউ দেয়ার জন্য থেকে যান। তিনি ইমাম শেরেবাংলা (রহ.)’র কাছে ইন্টারভিউ দিয়েই জামেয়ার মুহাদ্দিসে আউয়াল বা প্রধান মুহাদ্দিস পদে যোগ দেন এবং দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দরস দিতে থাকেন। তাঁর অনেক ছাত্র জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি ও খ্যাতি লাভ করেছেন। তাদের মধ্যে জামেয়ার দীর্ঘকালীন অধ্যক্ষ খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রহ.) এবং ঢাকা আলিয়ার অধ্যক্ষ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা সালাহ উদ্দীন (রহ.) অন্যতম।
আকিদায় তিনি কড়ার কড়া। কিন্তু তাঁর বয়ান-ভাষা মধুতে ভরা। সে জন্য বাতিলেরাও তাঁর বয়ান শুনে মুখ ফিরিয়ে না নিয়ে দলে দলে আহলে সুন্নাতের সঠিক ধারায় ফিরে আসে। তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই আহলে সুন্নাতের খুঁটি গেড়েছেন। চট্টগ্রামের বাইরে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ দেশের প্রায় সব জেলায় তাঁর ছাত্র, ছাত্রের ছাত্র, নাতি বা পুতি ছাত্র যেমন আছে, তেমনি আছে অগণিত ভক্ত-মুরিদ। চট্টগ্রামের বাইরে বাতিলের ঢেঁরায় ইয়া নবী সালামু আলাইকা এর গগণবিদারী মনমোহিনী আওয়াজ জনমানুষের কণ্ঠে তুলে দেওয়ার যে মেহনত তিনি করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ করে আজানের আগে সালাত ও সালাম দেয়ার বিরুদ্ধে যখন কোন কোন সুন্নী আলেম বিরূপ মন্তব্য ও লেখনি সামনে আসে, তখন তিনি মাঠে ময়দানে এবং লেখনি দিয়ে তা মোকাবিলা করেন। দেশের বৃহত্তম দীনি সংস্থা আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া লিফলেট প্রকাশ করে যার স্বীকৃতি দিয়ে এক উদার মানসিকতার পরিচয় দেয়। আর যাই হোক, প্রাণাধিক প্রিয়নবী (দরুদ) ও তাঁর পবিত্র আহলে বায়তের (আ.) শান-মান কোনভাবে কারো দ্বারা খাটো হলে তিনি তা মোটেও সহ্য করেন না ! বরং সর্বশক্তি দিয়ে তিনি তা প্রতিহত করেন। তবে, তার প্রতিহতের নমুনায় কোন কালেই উগ্রবাদীতা ছিলো না। বরং দালিলিক সুমিষ্ট ভাষায় লেখনি ও বয়ানের মাধ্যমে তুলে ধরেন।
তবে, তাঁর প্রচারিত সুন্নিয়ত গতানুগতিক মুয়াবিয়াবাদী সুন্নীয়ত নয়; বরং পবিত্র আহলে বায়তপন্থী আসল সুন্নিয়ত। সুন্নী বড়ো আলেমদের মধ্যে তাঁর ও আল্লামা ইমাম হাশেমী সাহেবের উস্তাদ ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ও বায়তুল মুকাররম জাতীয়,মসজিদের খতিব আল্লামা মুফতি সৈয়দ আমীমুল ইহসান মুজাদ্দেদী বরকাতী (রহ.) এদেশে সর্বপ্রথম উমাইয়া রাজা বাগী ও জালিম মুনাফিক মুয়াবিয়ার বদ কিরদার তুলে ধরে বই লিখেছেন। তাঁর পর তাঁরই সুযোগ্য ছাত্র আল্লামা সৈয়দ সাইফর রহমান নিজামী শাহ (ম.জি.আ.) পবিত্র আহলে বায়তের (,আ.) শান-মান তুলে ধরার পাশাপশি আহলে বায়তের জানি দুশমন বদ মুয়াবিয়ার জারিজুরি ফাঁস করে চলেছেন একেবারে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে।
তাঁর নেধা, ধী-শক্তি এবং মুখস্থ শক্তি এখনও অত্যন্ত প্রখর। ঢাকা আলিয়া থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান দখল করে কামিল উত্তীর্ণ এই মহামণিষী মূলতঃ তাঁরা মুহতারাম বুযর্গ পিতা আল্লামা সৈয়দ গোলাম রহমান এছমতী (রহ.)’র কাছেই কোরআন, হাদীস, ফিকাহ, নাহু ছরফ, বালাাত, মান্তিকসহ যাবতীয় ইলম শিক্ষা লাভ করেন। আল্লামা নিজামী শাহ (ম.জি.আ) একাধারে আরবী, ইংরেজি, উর্দু এবং ফারসিতেও অনর্গল বলতে ও লিখতে পারেন।
আলেম ও পীরদের মধ্যে তিনি অত্যন্ত দিলখোলা ও হাতখোলা ব্যক্তিত্ব। তিনি মাহফিলে দরদাম যেমন করেন না, তেমনি কারো কাছ থেকেই কিছু চেয়ে নেন না। ররং তাঁর মুরিদ-ভক্তরা তার কাছে যে হাদিয়া তোহফা নিয়ে আসেন, তা উপস্থিত সকলের মাঝে বিলিয়ে দেন। তিনি কাউকেই আক্রমণ করে কথা বলেন না। এমনকি কাউকে তাঁর মতের সাথে একমত হতেও বাধ্য করেন না। তিনি বরং প্রিয় রাসূলে করীমের ইশক ও মুহাব্বাত, পবিত্র আহলে বায়তের (আ.) মুয়াদ্দত, খোলাফায়ে রাশেদীন তথা সাহাবায়ে কেরামের আজমত এবং গাউছ ও খাজাসহ সকল আউলিয়ায়ে কিরামের পথে-মতে অটল-অবিচল থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান সবসময়।
তিনি একাধারে আমার মুহতারাম #উস্তাদ [বরকতান হুজুরের কাছে একটি হাদীস শরীফের দরস হাসিলের সুবাদে] আমার #দাদা_উস্তাদ [আমার মুহতারাম উস্তদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান (ম.জি.আ)’সহ আরো অনেক উস্তাদদের উস্তাদ], আমার #পরদাদা_উস্তাদ [আমার মুহতারাম উস্তাদ ও আমার উস্তাদদের উস্তাদ, খতিবে বাঙাল, অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রহ.)’র মুহতারাম উস্তাদ]।
আল্লাহ্ পাক-পাঞ্জাতনের উসিলায় তাঁর সকল দীনি খিদমাত কবুল করুন, তাঁর দীনি খিদমাতে বরকত দিন। তাঁর ছায়া আমাদের ওপর দীর্ঘায়িত করুন। তাঁকে সুস্বাস্থ্যের সাথে হায়াতে খিজরী দান করুন। তাঁর ইলমী ও রুহানী ফয়ূজাত দিয়ে দেশ ও জাতিকে ধন্য করুন। আমাদের মালামাল করুন। আমীন! বিহুরমাতি রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াআলিহী ওয়াসাল্লাম।
সংগ্রীহিত কপি
তারিখ: ২৭ মার্চ, ২০২৫ খৃ. আবুধাবি, ইউ.এ.ই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট