কাজী জসিম উদ্দিন,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন রামগড় উপজেলায় পৌর বাজার সংলগ্নে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৩০ লিটার চোলাই মদসহ অরবিন্দ চন্দ্র দাস( রাজীব) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়-খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,র সার্বিক তত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে কর্মরত এস,আই মোহাম্মদ আনিস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২৬-মার্চ) ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রামগড় থানাধীন পৌর এলাকার রামগড় বাসস্ট্যান্ডে সোনালী মার্কেটের সামনে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান পরিচালনা করে।
আসামী অরবিন্দ চন্দ্র দাস( রাজীব) (৩৫), পিতা- মাখন লাল দাস, গ্রাম- জগন্নাথপাড়া, ০২ নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, রামগড় থানা,র বাসিন্দা।
অপরাধীর থানার মামলা নং-৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ও(সংশোধনী)২০২০এর ৩৬(১) সারণির ২৪(খ), র থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামী অরবিন্দ চন্দ্র দাস (রাজীব)কে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।