নিজস্ব প্রতিনিধি (ফটিকছড়ি) চট্টগ্রাম///
ভূজপুরে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল ইফতার সামগ্রী বিতরণে- অধ্যক্ষ নুরুল আমিন
দুর্নীতি ও লুটপাটমুক্ত বাংলাদেশ গড়তে আল্লাহ ওয়ালাদের শাসন চাই
২০ মার্চ ২০২৫ হেয়াকো বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি, চট্টগ্রাম-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি জনগণের শাসক নয়, বরং সেবক হবেন। আমরা আল্লাহ ওয়ালাদের শাসন চাই, যেখানে দুর্নীতি ও লুটপাট মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। তিনি বলেন, যদি আমরা যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করি, তবে দেশে আর কোনো গরীব থাকবে না। ইসলামী রাষ্ট্রব্যবস্থা চালু হলে এবং কুরআনের আইন কার্যকর হলে, আগামী ৭ থেকে ১০ বছরের মধ্যে এই দেশে গরীব থাকবে না। আমাদের দেশ ধনী ও সমৃদ্ধশালী হবে। তখন সারা বিশ্বের যুবকরা আমাদের দেশে কর্মসংস্থানের জন্য আসবে এবং আমাদের লোকেরা কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা গোটা বিশ্বকে একটি মডেল রাষ্ট্র উপহার দেবো।
হেঁয়াকো বাজার শাখা কর্তৃক আয়োজিত হেঁয়াকো কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন নুরুল আলম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু তাহের, ইউনিয়ন আমীর মাস্টার জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, এ দেশে ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, টাকা পাচার বা ব্যাংক লুন্ঠন হবে না, এবং রাহাজানি ও মারামারি বন্ধ হয়ে যাবে। এ দেশের রাজনৈতিক নেতারা যে আখের গোছানোর রাজনীতি করেন, তা আর চলবে না। রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে শাসক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা জনগণের খাদেমে পরিণত হবেন। একটি ঘুষ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত, নারী-পুরুষ সকলের জন্য সমান অধিকার ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য একটি সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আবদুল জলিল, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আবদুচ ছামাদ, ব্যাংকার আবুল বশর, শ্রমিক কল্যাণের থানা সেক্রেটারি এবিএম ছিদ্দিক, বিএনপি নেতা বেলাল হোসেন, বেলাল হোসেন সওদাগর, ইসলামি আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদরাসা আঙ্গিনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন আমীর মাস্টার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মাওলানা আবদুচ ছামাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম -২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুজপুর থানা জামায়াতের আমীর জননেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম। ব্যাংকার আবুল বশর, হামিদ হোসেন এবং শফিউল আলম।