নিজস্ব প্রতিবেদক //খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ -মার্চ) খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে জিয়া ভাস্কর্যে গিয়ে শহীদ জিয়ার স্বরণে পুষ্প মাল্য অর্পণ করে,সকলে পৌর টাউন হল প্রাঙ্গণে সমবেত হয়।
খাগড়াছড়ি জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এসময় তিনি বলেন খাগড়াছড়ি জেলা পরিষদ এখনো পর্যন্ত যেসব শিক্ষকদের আওয়ামী দোসদের হাত ধরে অনেক দুর্গম জায়গায় বদলি করে রেখেছেন।
সেসব শিক্ষক বঞ্চিত এবং নিপীড়িত, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে যোগ্যস্থানে বদলি না করা হয় তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং আগামী এক মাসের মধ্যে সকল অপকর্ম, দুর্নীতি ও অনিয়ম বন্ধ না করলে কঠোর অবস্থান নেওয়ার আল্টিমেটাম দেন ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনতা সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
আলোচনা শেষে শহীদ জিয়ার স্বরণে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত সম্পন্ন হয়।