নিজস্ব প্রতিবেদক……….
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে আলোকিত মানিকছড়ি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১-মার্চ) জুমা শেষে মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ হয়ে আমতল মোড়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সমবেত হয়।
আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা’র উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ।
আরও বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমান উল্লাহ আমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন সহ প্রমূখ।
এসময় বিভিন্ন আলেম ওলামা মসজিদের ইমাম, খতিব,সাধারণ জনতাসহ ইসলাম প্রেমী সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিম নিপীড়নকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেন,গাজায় শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা বিশ্ববিবেককে নাড়া দিলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এই বর্বর হত্যাকাণ্ড মানুষের কলিজায় আঘাত করছে তাই সকলকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়,সমাবেশ শেষে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত সকল মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করেন ।