মোঃ মাসুম উদ্দিন রানা ……………
খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল ইফতার মাহফিল দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০-মার্চ) তিনট্হরী উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এসময় তিনি বলেন অনিয়ম দুর্নীতি দেশের শান্তি প্রতিষ্টা শৃঙ্খলা ভঙ্গকারী নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্হা নেওয়ার আহবান জানান প্রশাসনকে।
তিনি আরও বলেন আওয়ামীলীগ যেমন বিগত দিনে ফ্যাসিবাদ কায়েম করে দূর্নীতি, লুটপাট ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, সাধারণ মানুষের অধিকার কেরে নিয়েছে, তেমনি স্থানীয় আওয়ামীলীগ নেতারাও দুর্নীতি, লুটপাট করে শতকোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন।
তবে বিএনপি এদেশের মানুষের কল্যাণে অতীতে কাজ করেছে ভবিষ্যতেও মানুষের সুখে দুঃখে পাশে থাকবে এবং দেশের শান্তি প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ প্রমূখ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরব আলী, আপ্রুসি মারমা, যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিগত আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে মানুষের কল্যাণে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে সকলের সু-স্বাস্থ কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।