যোগেশ ত্রিপুরা,রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি ঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
(২০মার্চ) রোজ বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার সময় রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় -রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ফয়জুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর – অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ও রামগড় উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগন সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধি বৃন্দ প্রমূখ।
এসময় বক্তরা বলেন জামায়াত ইসলামী একটি ইসলামী সংগঠন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে,এই দল জুলুম নির্যাতন ও অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, তাই তারা বলেন দেশের শান্তি শৃঙ্খলা ন্যায় নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষে আগামী নির্বাচনী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান,তারা সর্বদায় ইসলামিক আইন প্রতিষ্ঠা বাস্তবায়নে কাজ করছে, দেশকে সম্প্রতি বজায় রাখতে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এ দ্বারা অব্যহতি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।