নিজস্ব প্রতিবেদক// ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা
শাখার উদ্যোগে (২০মার্চ-২৫) বৃহস্পতিবার,
বাদে আসর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা সভাপতি জনাব মোঃ মাগফার হোসেনের সভাপতিত্বে ও কে,এম,নাঈমুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত উপদেষ্টা-
মাওলানা ছানাউল্লাহ নুরী মাহমুদী হাফিযাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, ইসলামী যুব আন্দোলন,ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।
এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক পার্টি, গণ-অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সম্মানিত সভাপতি, গুইমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব শায়খুল হাদীস মাওলানা ক্বারী ওসমান গনী হাফিযাহুল্লাহ।