নিজস্ব প্রতিবেদক//খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬-মার্চ) মাদ্রসা অডিটোরিয়াম হল রোমে হাফেজ মাও ফজলুল হক’র সভাপতিত্বে, হাফেজ মাওলানা ইমাম হোসাইন এর সঞ্চালনায় উদ্বোধনী ব্যক্তব্য রাখেন মাওলানা মোঃ নুর মোহাম্মদ প্রতিষ্ঠাতা ও নায়েবে মুহতামিম মানিকছড়ি মাদ্রাসা।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ওসমান গনি (সভাপতি) খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ।
প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন।
এসময় আলোচনা করেন মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী, সাধারণ সম্পাদক খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা,মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ যুগ্ম সাধারণ সম্পাদক খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ, হাফেজ ক্বারি নাছির উদ্দীন সহ-সাধারণ সম্পাদক খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন সাহেব, মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ শরিফুল ইসলাম, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম,মুফতি ইসমাঈল হোসেন মিসবাহ, মাওলানা মুজিবুর রহমান, মুফতী মাঈন উদ্দীন জামিল, মাওলানা নুরুল কবির,মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, মানিকছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ,
রাজনৈতিক নেএীবৃন্দসহ প্রমূখ।
বক্তারা বলেন ইফতার মাহফিল আয়োজনে যারা ভূমিকা রেখেছেন এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা
শাখার পক্ষ থেকে ধন্যবাদ প্রকাশ করেন, পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।