নিজস্ব প্রতিবেদক //জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক জানান, এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮শত ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।
মঙ্গলবার (১১-মার্চ)সকাল ১১ঘটিকার সময় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে বহু আলেমগণের উপস্থিত মতামত সিদ্ধান্তের মধ্য দিয়ে উক্ত ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।