নিজস্ব প্রতিবেদকঃ রণাঙ্গনের মুক্তিযুদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর ১৯৯৭ইং সনের অবসর প্রাপ্ত সেনা সৈনিক, হাজ্বী মোঃ নাছির উদ্দিন ( নায়েক ) মৃত্যু বরণ করেন,এর মৃত্যুতে পরিবারবর্গে নেমে আসে শোকের ছায়া।
দীর্ঘ দিন শারীরিক অসুস্থতা থাকার ফলে শুভ কাঙ্খীত পবিত্র রমজান মাসে শনিবার ৮মার্চ রাত ৮ঃ২০ ঘটিকার সময় জন্ম ভূমিস্হ মাটি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃতু হাজ্বী নাছির উদ্দিন কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের বাসিন্দা হয়।
খুব সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করে অত্র এলাকায় সকলকে অশ্রু ভেজা কান্নায় শোক সাগরে বাসিয়ে পরলোকগমন করেন, সকলে তার আত্মার মাগফেরাত কামনা করছে।
আগামীকাল বাদে যোহর চৌব্বাস পশ্চিমপাড়া জামে মসজিদের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।