মোঃ মাসুম উদ্দিন বার্তা সম্পাদকঃ আজ ২৫ ফ্রেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন উপজেলা থেকে ব্যানার মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উক্ত সমাবেশে যোগদান করেন,হাজারো মানুষের মুখরিত স্লোগানের মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে খাগড়াছড়ির মহা সমাবেশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়িতে আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
চেয়ারপার্সসের উপদেষ্টা কাউন্সিলের মনিরুল হক চৌধুরী, বলেন ফাসিষ্ট স্বেরাচারী সরকারের কাছ থেকে পাহাড়ি-বাঙালি সকলে নির্যাতিত হয়েছে কেউ রক্ষা পায়নি। তিনি তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নে সকল নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমূখ।